নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছেন, মন্ত্রীরা মনে করে নির্বাচন ছাড়াই জেতা যায়। ভোটারবিহীন নির্বাচন করলে সকলে মনে করে কিসের জনগণ, আমার প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে। আমি নির্বাচিত হয়ে যাব।
তিনি বলেন, এ কারণেই আজকে গোটা সরকারই শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করছে। কোন মন্ত্রণালয় ঠিকমতো কাজ করছে না। সব মন্ত্রণালয় দুর্নীতিতে ভরে গেছে। এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নাই। কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে এটা বিরাট চক্রান্ত। বাংলাদেশের ঐক্য নষ্ট করা, সকলে একত্রে থাকুক, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক এটা যারা চায়না তারাই এটা করাচ্ছে।
সম্প্রতি চ্যানেল আই-এ “তৃতীয় মাত্রা” টকশোতে ব্যারিস্টার মঈনুল এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতে যেভাবে নির্বাচন হয় সেভাবে করেন। সংসদ রাখবো, নিজের ইচ্ছামত শাসনতন্ত্র পরিবর্তন করে নেব, এটা করে যদি দেশের শান্তি-শৃঙ্খলা আসতো তাহলে আমরা সবাই খুশি হতাম। কিন্তু এটা করে তো সঙ্কট সৃষ্টি হয়েছে। বিরাট সঙ্কট আসছে। তারা সরকার ভালভাবে চালাতে পারছে না। জনগণের ভোট ছাড়া সরকার গঠন করলে জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। কর্মকর্তারা সবাই গণবিরোধী হয়ে যায়।
আইয়ুব খানের প্রোগ্রাম বর্তমান সরকার গ্রহণ করেছে মন্তব্য করে মঈনুল হোসেন বলেন, আমি অবাক হই, আজকে আইয়ুব খানের প্রোগ্রাম বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। আবার বলে বাংলাদেশে পাকিস্তানি রাজাকার আছে। কেন পাকিস্তানি আইয়ুব খানের প্রোগ্রাম বাংলাদেশের সরকারের কাছে গ্রহণযোগ্য হবে। উন্নয়নের রাজনীতি আইয়ুব খান করেছে। উন্নয়নের কথা বলে কি সে থাকতে পেরেছে। স্বাধীন বাংলাদেশের সরকার কিভাবে গণতন্ত্রকে বাদ দিয়ে সেই উন্নয়নের রাজনীতির কথা বলে।