spot_imgspot_img
spot_imgspot_img

হেলমেট ছাড়া মোটর সাইকেল চালকের কাছে তেল বিক্রি নয়

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: হেলমেট ছাড়া মোটর সাইকেল চালকের কাছে পেট্রল-অকটেন বিক্রি করা হবে না মর্মে ব্যানার টাঙানো হচ্ছে ঢাকার ফিলিং স্টেশনগুলোয়।

এই বিষয়ে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার নির্দেশের পর এই ব্যানার টাঙানোর কার্যক্রম শুরু হলো।

বুধবার দুপুরে আসাদগেটস্থ সোনার বাংলা ফিলিং স্টেশনে দেখা যায়, এখানের কর্তৃপক্ষ ওই ব্যানার টাঙাচ্ছেন।

সোনার বাংলা ফিলিং স্টেশনের ম্যানেজার (অপারেশন) হিমালয় মণ্ডল আমাদের সময় ডটকমকে জানান, ট্রাফিক অফিস থেকে পাঠানো চিঠি আজ ৫ সেপ্টেম্বর রিসিভ করেছে। এতে কমিশনারের নির্দেশ বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে।

মহাখালীর ক্লিন ফুয়েল পাম্প ও তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ