বিচারপতি খাইরুল হক নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করে গেছেন: জয়নুল আবেদীন

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: বিচারপতি খাইরুল হক নির্বাচন অনুষ্টিত হওয়া নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে স্টুডিওতে বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এই অভিযোগ করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমি একইসঙ্গে রাজনীতি করি আবার আইনজীবীও। আমার দৃষ্টিতে, এই জুডিশিয়ারির ইতিহাসে যা ঘটেনি তা বিচারপতি খাইরুল হক করে গেছেন। তিনি নির্বাচন অনুষ্টিত হওয়া নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করে গেছেন। তার সময় থেকেই এটা শুরু হয়েছে। কারও কোনও মতামত না নিয়ে নিজের মতো জাজমেন্ট দিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘আমি ওই সময় তার এমন জাজমেন্ট নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি। তখন পত্রপত্রিকায় ছেপেছিল।

সর্বশেষ