spot_imgspot_img
spot_imgspot_img

পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে জয় পেল বাংলাদেশ

spot_img

 

- Advertisement -

৪ সেপ্টেম্বর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। সফরকারী ভুটানকে উড়িযে দেয় জেমি ডে’র শিষ্যরা। সাফ ফুটবলে উদ্বোধীন দিনের দ্বিতীয় খেলায় ২-০তে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সাথে লড়াইয়ে নামে বাংলাদেশ। এই ম্যাচটিতেও জয় বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ।

নেপালের বিরুদ্ধে দারুণ জয় পেলেও আজ প্রথমার্ধে পাকিস্তানের সাথে হয়েছে হাড্ডা-হাড্ডি লড়াই। এদিন দু’দলই দারুণ খেলেছে। একে অপরের রক্ষণভাগ ভাঙার চেষ্ট করেও বারবার ব্যর্থ হয়। ফলে গোল শূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

৮৫তম মিনিটে অপেক্ষার অবসান। তপু বর্মনের হেড ঠিকানা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে আসা ফুটবলপ্রেমীরা উল্লাসে ফেটে পড়ল। বাকিটা সময় এ গোল ধরে রেখে পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

৩ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে পাকিস্তান। বৃহস্পতিবার ভুটানকে ৪-০ গোলে হারানো নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ