ঢাকা: দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দুইটি পথ দেখিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের রিফ্রেশার্স প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দুইটি পথ দেখান।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা এতিমদের টাকা মেরে দিয়ে জেলে রয়েছেন। তিনি বার বার নিজেকে নির্দোষ দাবি করছেন। রাজনীতি নামে প্রতিহিংসার মামলায় জেলে রয়েছেন। তিনি যদি নির্দোষ হন তাহলে আইনী প্রক্রিয়ায় কেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন না?
খালেদা জিয়া নির্দোষ নয় বলেই বিএনপি নেতারা কথার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছেন। আইনি পথে মোকাবেলা অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া খালেদার জিয়ার মুক্তির আর কোন পথ নেই।
আলিম সম্প্রদায়ের প্রতি হানিফ আহ্বান জানান, আপনাদের মাধ্যমে আজ আমি বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই ‘বিএনপি দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এই কারাগারের মধ্যেই আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিল তাহলে সেটাও কি অসাংবিধানিক ছিল? তখন সংবিধান লংঘন হয়েছিল হয়নি?