জয় তুলে আনলো তরুণ আর্জেন্টিনা

 

- Advertisement -

বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। বিষন্ন ছিলেন লিওনেল মেসি। জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন না। দলের হয়ে অংশ নেননি আজকের আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও। তবে গুয়েতমালার বিপক্ষে দল জয় পেয়েছে ৩-০তে। গোল তিনটি করেছেন গঞ্জালো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও জিওভানি সিমিওনে।

মেসিকে ছাড়া এ যেন অন্য এক আর্জেন্টিনা। তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন কোচ লিওনেল স্কালোনির পরীক্ষা সফল হয়েছে।

আজ বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায় ক্যালিফোর্নিয়ায় গুয়েতমালার বিপক্ষে মাঠে নামে তরুণ আর্জেন্টিনা।

প্রথমার্থেই পেনাল্টি থেকে গোল করেন মার্টিনেজ। ২৭তম মিনিটে লে সোলসোর শটে ইলিয়াস ভাসকেসের হ্যান্ডবলে পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৩৫তম মিনিটে লো সেলসোর দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। কর্নার থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে যান লো সেলসো। এই মিডফিল্ডারের বুলেট গতির ভলি ফেরানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

৪৪তম মিনিটে তৃতীয় গোলটি করেন অভিষিক্ত সিমিওনে। প্রথমার্ধের তিন গোল নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত ছিল আর্জেন্টিনার। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেননি লিওনেল স্কালোনির শিষ্যরা। দিনের অপর প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় ব্রাজিল।

সর্বশেষ