ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপিকে দাবিয়ে রাখতে অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসিয়েছেন সরকার। বিচারের নামে প্রহসন করা হচ্ছে।
তিনবারের রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার সুচিকিৎসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না সরকার। আগামী দিনে ক্ষমতা দখল করতে, তাকে কারাগারে রেখে মেরে ফেলতে চাইছে সরকার।
খায়রুল কবির হুশিয়ারি উচ্চারণ করে বলেন,খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সারা দেশে আগুন জ্বলবে। এই দেশের জনগণকে তখন আর দাবিয়ে রাখতে পারবে না।
বুধবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে প্রতীকী সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু প্রমুখ। যুগান্তর