চট্টগ্রাম বিমানবন্দর থেকে সোয়া ৮ কেজি স্বর্ণ ও সিগারেট উদ্ধার,আটক২

তৌহিদুর রহমান : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথকভাবে সোয়া ৮ কেজি কেজি স্বর্ণ ও ২৮৮ কার্টুন সিগারেট উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টম কর্মকর্তারা। গতকাল রোববার মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের দুই যাত্রীর মালামাল স্ক্যানিংকালে সোয়া কেজি স্বর্ণগুলো ধরা পড়ে। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ বিমানে আসা যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। এছাড়া বিকেলে
ব্যাংকক ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের অপর একটি ফ্লাইট থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সোয়া ৭টায় বাংলাদেশ বিমানে আসা যাত্রীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার এই সিগারেট জব্দ করা হয়েছে। বিজি -১৪৮ এই ফ্লাইটে যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং করার সময় ২টি ব্যাগেজ নিয়ে সন্দেহ হয় কাস্টম কর্মকর্তাদের। এ সময় কার ব্যাগেজ জানতে চাইলে দাবিদার মেলেনি। ২ ঘণ্টা পর আরও দু’টি ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ব্যাগেজে ২৮৮ কার্টুন সিগারেট পাওয়া যায়। এর মধ্যে ২৫০ কার্টুন ডানহিল আর ৩৮ কার্টুন ৫৫৫ ব্রান্ডের সিগারেট। ৫৭ হাজার ৬শ’ শলাকা সিগারেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের দুই যাত্রীর মালামাল স্ক্যানিংকালে দুইটি ফ্রাইপ্যানের হাতলে লুকিয়ে আনা ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার আটক করেছে বিমানবন্দর কাস্টম। মাসকাট থেকে আসা ফটিকছড়ির আসাদুজ্জামান ও রাঙ্গুনিয়ার কামাল উদ্দিনের আনা দুইটি ফ্রাইপ্যানের হাতল থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে বিকেলে ব্যাংকক ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের অপর একটি ফ্লাইট থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। গোপন খবরের ভিত্তিতে এয়ারক্র্যাফেট।একটি আসনের কুশন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান আরো জানান, ব্যাংকক ছেড়ে আসা ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকা যায়। বিমানবন্দরে অবতরণের পর চট্টগ্রামের যাত্রীরা নেমে যান। এরপর গোপন খবরের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে একটি আসনের কুশনের ভেতর ৬০ পিস সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ৬ কেজি ৯৯৮ গ্রাম।

সর্বশেষ