spot_imgspot_img
spot_imgspot_img

ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্রের জন্মদিন

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:  সালমান শাহ। মৃত্যু যেন হার মেনেছে তার কাছে। সময়ও যেন থমকে গেছে বাঁকে। লাখো-কোটি প্রাণে ভর করে আছে এক ভালোবাসার নাম সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের এক নক্ষত্রের নাম সালমান শাহ। ধুমকেতুর মতো এসেছিলেন তিনি আবার ধুমকেতুর মতোই চলে গেছেন মাটির পৃথিবী ছেড়ে আকাশের ঠিকানায়। আজ এই ক্ষণজন্মা চিত্রনায়কের ৪৭তম জন্মদিন।
আজকের দিনে ১৯৭১ সালে সিলেটে তার নানার বাড়িতে জন্ম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পারি জমান তিনি। মাত্র ২৫ বছর জীবন ছিলো তার । অথচ এখনও তার প্রভাব জীবিত মানুষের মতোই। মৃত্যুর এতবছর চির অম্লান হয়ে আছেন তিনি।
সালমান শাহের পরবর্তী সময়ে যারা নায়ক হয়েছেন তারা সকলেই বলেছেন, সালমান শাহকে এখনও অনুকরণ করেন। সালমান শাহ ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস। এমন কথা অনেকেই বলেছেন যে, সালমানকে দেখেই তারা নায়ক হতে এসেছেন।
সালমান শাহের চলচ্চিত্রে ক্যারিয়ার সাড়ে তিন বছর। এই সময়ের মধ্যে অভিনয় করেছেন ২৭ ছবিতে। এর মধ্যে ১০টি ছবির কাজ অসমাপ্ত ছিল। যেগুলো ডামি ব্যবহার করে সম্পূর্ণ করে মুক্তি দেওয়া হয়।
প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ থেকেই র্শকরে মনে জায়গা করে নিয়েছিলেন। অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন, কেটে গেছেন দাগ। যে দাগটা তার প্রস্থানের টানা ২২ বছর পরেও জ্বলজ্বলে।
১৯৯৩ সালে সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। গায়ক হিসেবেও সালমানের পরিচিতি ছিল বেশ। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি দারুণ আগ্রহ ছিল তার। বন্ধুমহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবে চিনতেন। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।
সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ সালে প্রেম করে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চট্টগ্রামের মেয়ে সামিরার সঙ্গে।
জনপ্রিয় এই নায়কের জন্মদিনে বিভিন্ন সংগঠন, সংবাদপত্র ও টেলিভিশন নানা আয়োজন করে থাকে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ