- Advertisement -
ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলকে ‘আসামি ছিনতাইয়ের’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বুধবার জানান, গত জানুয়ারি মাসে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাঁকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামি সোহেলকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। প্রথমে তাঁকে গুলশান থানায় নেয়া হয়। পরে ডিবির হেফাজতে নেয়া হয়।