বে-আইনি সমাবেশ, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের আইনজীবী আব্দুর রেজাক খান। আজ বুধবার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁদের আগাম অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মামলার পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তাঁরা জামিনে থাকবেন বলে আদালতের আদেশে বলা হয়েছে। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আমিনুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী একেএম এহসানুর রহমান। পরে একেএম এহসানুর রহমান বলেন, শুনানি নিয়ে আদালত তাঁদের আগাম অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। মামলার পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি জানান, বে-আইনি সমাবেশ, পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে ওই সাতজনের বিরুদ্ধে সম্প্রতি রাজধানীর পল্টন থানায় ৬টি ও আদাবর থানায় ২টি মামলা দায়ের করা হয়।