- Advertisement -
সিরাজুল আলম টিপু : নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, দ্রতগতি এবং ওভারটেকিং সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা রোধে প্রতিটি পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। দ্রত গতিতে গাড়ি চালানোর জন্য যারা চালকদের প্রভাবিত করে এবং এর ফলে দুর্ঘটনা হলে তারাই এর জন্য দায়ী। চালকদের প্রভাবিত করার জন্য তাদের হুকুমের আসামি করা প্রয়োজন। গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনা বিষয়ক শিক্ষক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নিসচা চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে পিটিআই অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান।