spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, নারীসহ আটক ৫

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম শহরের সিটি গেইট এলাকা থেকে অস্ত্র, ফেনসিডিল ও গুলিসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী রয়েছেন বলেও র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
আহত মাদক ব্যবসায়ীরা হলেন, কোতোয়ালী এলাকার আবুল কাসেমের ছেলে মো. হানিফ (২৪) ও ফেনীর ফতেপুর এলাকার খালেদ সোবহানের ছেলে মো. ইসহাক (২৮)।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে কারটি না থামিয়ে র‌্যাব সদস্যদের উপর গুলি চালানো হয়। প্রাইভেট কারটি পালিয়ে যাওয়ার সময় র‌্যাব পাল্টা গুলি ছুঁড়ে প্রাইভেটকারটি আটক করে। এসময় র‌্যাবের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খালি খোসা উদ্ধার করে র‌্যাব।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ