প্রত্যাবাসনে টালবাহানার কৌশল নিয়েছে মিয়ানমার

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত করতে মিয়ানমার টালবাহানার নতুন কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত গ্র্যান্ড হায়াত হোটেলে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে প্রধানমন্ত্রী।
২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখেরও বেশি মানুষ। বাংলাদেশ রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাইলেও মিয়ানমারের উদাসীনতার কারণে বিষয়টি আটকে আছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে রয়টার্সের সঙ্গে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী।

রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ তার অবস্থান থেকে সরে আসবে কিনা। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমার দেশে ইতোমধ্যেই ১৬ কোটি মানুষ রয়েছে। আমি আর কোনও বোঝা নিতে পারি না। এটা (শরণার্থীদের চাপ) নিতে পারছি না।

সর্বশেষ