ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আজ রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের জাঁহালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গ্রামের নাজির হোসেনের পুত্র মোঃ ইসমাঈল (২৮)। ঘাতক ফরিদ আহমদ ওরফে লাল মিয়া নিহতের আপন সহোদর।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমদ নিজ বাড়িতে ঘুমের অবস্থায় থাকা ছোট ভাই ইসমাইলকে চাকু দিয়ে গলা কেটে খুন করেন। এছাড়াও তার হাতের কব্জিও কেটে দেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দুই জনই দীর্ঘ কয়েক বছর প্রবাসে ছিলেন। ফরিদ সৌদি আরবে ও ইসমাঈল মালয়েশিয়া থাকতেন। নাম প্রকাশ না করার শর্তে এক নিকটাত্মীয় জানান, ফরিদের স্ত্রীর সঙ্গে ইসমাইলের পরকিয়া সম্পর্ক ছিল শুনে হয়ত সন্দেহের জেরে ছোট ভাইকে খুন করতে পারেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রনজিৎ কুমার বডুয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।