spot_imgspot_img
spot_imgspot_img

বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বামপন্থীদের ঐক্য চান: ওবায়দুল কাদের

spot_img

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বামপন্থীদের ঐক্য চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ ঐক্য চান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটা বিষয় খুব ভালো লাগছে যে, বামপন্থীরা এক সুরে কথা বলছে। তারা বলছেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা নেই। এই উচ্চারণ অনেকেই করেছেন। তাই এই উচ্চারণ যারা করেছেন, আসুন না আমরা নূন্যতম জায়গা থেকে বড় ধরণের একটি ঐক্য গড়ে ফেলি। এতে অসুবিধাটা কোথায়। কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের অনেকের সঙ্গে আমরা ছাত্র রাজনীতি করেছি। তাদের আদর্শের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। আসুন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই।

জাতীয় ঐক্য হওয়া খুব জরুরি উল্লেখ করে তিনি বলেন, আমরা পরিস্কারভাবে বলতে চাই, জাতীয় ঐক্য চাই। জাতীয় ঐক্য চাই সাম্প্রদায়িক অশুভ শক্তি ও স্বাধীনতার শত্রু,, নষ্ট রাজনীতি, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে। জাতীয় ঐক্য চাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, এদেশের জন্মের চেতনা নিয়েই।

‘নির্বাচনকে সামনে রেখে ছক করে নেতাকর্মীদের আটকের মাধ্যমে এগুচ্ছে সরকার’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইতিহাসটা দেখুন, ফেরিতে প্লেট চুরির জন্য আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমাদের হাজার হাজার নেতাকর্মী বাড়ি ছাড়া হয়েছিল। কত মামলায় তারা আমাদের জর্জরিত করেছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা হোক, তা আমরা চাই না। যে মামলা হয়েছে, পুলিশ বলছে, তারা আন্দোলনের নামে নাশকতার ছক আঁকছে। তারা ২০১৪ সালের মত সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা করছে গোপনে। তথ্য তো আমাদের কাছে না, জানবে পুলিশ, জানবে গোয়েন্দারা। এ ধরণের অভিযোগে পুলিশ যদি কারো বিরুদ্ধে মামলা করে তা কি হয়রানি মূলক মামলা হবে? নিরপরাধ হলে আদালতে গিয়ে ফয়সালা করুন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সুশান্ত দাস, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার প্রমুখ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ