মেজর মান্নানের বাসায় বৈঠকে বসছে যুক্তফ্রন্ট

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: বিএনপির সঙ্গে লিয়াজোঁ কমিটি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণে বৈঠকে বসছে যুক্তফ্রন্ট। দলের নেতারা মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বিকল্প ধারার মহাসচিব মেজর আব্দুল মান্নানের বাসায় এ বৈঠকে বসবেন। নাগরিক ঐক্যের এক নেতা বৈঠকের বিষয়টি এই প্রতিবেদকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড.কামাল হোসেন দেশে ফিরবেন ৬ অক্টোবর। ৭ অক্টোবর মানববন্ধনের কর্মসূচি দিয়েছে ঐক্য প্রক্রিয়া। তাদের এ বিষয়গুলো নিয়ে আজ কথা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন যুক্তফ্রন্ট এর চেয়ারম্যান বি চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

নাগরিক ঐক্যের ওই নেতা বলেন, যুক্তফ্রন্ট সিলেটে সমাবেশ করতে চাইলেও অনুমতি দেয়নি প্রশাসন।

সর্বশেষ