কারাগারে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। বিকেল ৪টায় তারা কারাগারে প্রবেশ করেন। পরে ঘন্টাব্যাপী সাক্ষাৎ শেষে বিকাল ৫ টার দিকে বেরিয়ে আসেন। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, সাঈদ ইস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগনি শাহিনা খান জামান, খালেদা জিয়ার ভাতিজা অভিক ইস্কান্দর ও ভাগ্নে ডা. মামুন। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদ- ও অর্থদ- প্রদান করে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। ওইদিন থেকে তিনি রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন।

সর্বশেষ