‘আমার জোর হচ্ছে দেশের জনগণ’

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাইরের দেশের কে আমাকে সমর্থন করলো আর কে করলো না তা বিচার্য বিষয় নয়। আমার জোর হচ্ছে দেশের জনগণ। জনগণ ভোট দিলে আছি, না দিলে নেই। এটিই আমার চিন্তা। বিকালে গণভনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ভারতের সংবাদ মাধ্যম পিটিআই’র খবরের বরাত দিয়ে বলেন, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে আপনাকে সমর্থন না দিতে অনুরোধ জানিয়েছেন। তিনি বই লিখেও আপনার এবং সরকারের সমালোচনা করেছেন। কিন্তু মোদির সঙ্গে সাক্ষাৎ ও অনুরোধটা অনেকটা এক্টিভিস্ট এর পর্যায়ে পড়ে।
এটিকে আপনি কিভাবে দেখেন।

- Advertisement -

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাইরের কারও সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার আমার কোন আকাংখা নেই। থাকলে ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে আমি ক্ষমতায় যেতাম। দেইনি বলে ক্ষমতায় যেতে পারিনি।

তিনি বলেন, এটা সত্য যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে তিনি প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন। কিন্তু তিনি তার সম্মান ধরে রাখতে পারেননি। তাকেতো আমরা সরাইনি। তার সহকর্মীরাই তার বিরুদ্ধে অভিযোগ দিলেন। তারা বললেন তার সঙ্গে আর কোর্টে বসবে না। এখানে আমরাতো কিছু করিনি। আর এখন সবাইতো যাচ্ছে। বলে আসছে আমাদের যাতে সমর্থন না দেয়। বিএনপিও গেছে। তাতে কিছু যায় আসে না।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাতিসংঘ সফরের বিস্তারিত তুলে ধরেন লিখিত বক্তব্যে।

সর্বশেষ