উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে: কাদের

 

- Advertisement -

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। এ কথা বলেছেন ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর চকবাজারের নির্বাচনী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়। তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দলে পরিণত হয়েছে। মওদুদের বুদ্ধিতে চললে মির্জা ফখরুলও খালেদা জিয়ার মতই ডুববেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

সর্বশেষ