বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মাহি বি চৌধুরী বিএনপির চেয়ে সরকার বেশি জেদ দেখাবে কেন?

 

- Advertisement -

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির জন্য গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, খালেদা জিয়া বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সাজাপ্রাপ্ত আসামি হিসাবে সরকার বা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই চিকিৎসা নিতে হবে।

এ ব্যাপারে বিকল্পধারার নেতা মাহি বি চৌধুরী বলেন, ধরলাম বিএনপি জেদ ধরেছে ইউনাইটেড হাসপাতাল ছাড়া চিকিৎসা সেবা নিবে না, কিন্তু সরকার জেদ ধরবে কেন? আল্লাহ না করুন, অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়ার যদি বড় কোন দুর্ঘটনা ঘটে; তবে এর দায় তো সরকারকেই নিতে হবে। এর আগেও অনেক মন্ত্রীকে জেলকোড ভেঙ্গে বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে। বিএনপির চেয়ে সরকার বেশি জেদ দেখাবে কেন? তারা তো ক্ষমতায়।

সর্বশেষ