বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ভিআইপি কেবিন ডিলাক্স ৬১১ নম্বর কেবিন ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে। শনিবার দুপুর ২টায় বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের ষষ্ঠ তলার ৬১১ নম্বর ভিআইপি কেবিন ডিলাক্সে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এই কেবিনটির সামনে এখন পুলিশ অবস্থান করছে। বাহিরের কাইকে এর ধারের কাছে ভিরতে দেওয়া হচ্ছে না।
কিছুক্ষন আগে ৬১২ নম্বর কেবিনে রাখা হয়েছে খালেদা জিয়ার ভ্যানেটি ব্যাগ, জায়নামাজসহ ব্যবহার সামগ্রী। খালেদা জিয়াকে এখানে ভর্তি করা হবে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। ষষ্ঠ তলায় এই কেবিনের সামনে সিসিটিভি ক্যামেরার কেবল স্থাপন করতে দেখা গেছে ইলেকট্রিশিয়ানদেএদিকে হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেল তিনটার পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বিএসএমএমইউতে আনতে প্রস্তুতি সম্পন্ন করেছে কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।