জাতীয় পার্টির মধ্যে কোনো দলীয় বিভেদ নেই : এরশাদ

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমরা সবাই এক। আমরা এককভাবে নির্বাচন করবো। আমাদের মধ্যে কোনো দলীয় বিভেদ নাই।’

আজ সোমবার সকালে রংপুর মহানগরীর পৈত্রিক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

একদিনের সফরে সোমবার সকালে রংপুর আসেন। এসময় তার সাথে ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, রংপুর মহানগর সেক্রেটারি এসএম ইয়াসির, জেলা যুগ্ম সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক প্রমুখ।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, জাতীয় পার্টির এখন একটাই উদ্দেশ্য। আর সেটা হলো আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে জয়ী হতে চাই। আমাদের ৩০০ আসনেই প্রার্থী রেডি আছে। ২০ অক্টোবর মহাসমাবেশের পর আমরা তাদের নাম ঘোষণা করবো।

তিনি বলেন, রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ। ভাঙার কারো সাধ্য নাই। এর আগে সৈয়পুর বিমানবন্দরে নেমে তিনি দিনাজপুর যান। সেখান থেকে মাহিগঞ্জ কলেজের শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণ করেন।

সর্বশেষ