spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে মাঠে থাকবে নগর আওয়ামী লীগ

spot_img

 

- Advertisement -

সাইফুল ইসলাম : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ১৭ স্পটে অবস্থান নেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ১৭টি স্পটগুলো হলো, নগরের দারুল ফজল মার্কেট চত্বর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড, আন্দরকিল্লা মোড়, ২১ নম্বর জামালখান, ৩২ নম্বর আন্দরকিল­া ও অক্সিজেন মোড়, ২২ নম্বর এনায়েত বাজার, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ৩১ নম্বর আলকরণ, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড, দেওয়ানহাট মোড়, ১৩ নম্বর পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ও ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড। গতকাল মঙ্গলবার নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের এ তথ্য দেন। আজ বুধবার গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, এ আলোচিত মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন নগরের ১৭টি স্পটে অবস্থান কর্মসূচি চলবে। দিনভর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ডে অবস্থান করবেন এবং সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করবেন বলেও জানান মেয়র।
এদিকে গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নগরে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে নগরের বিভিন্ন পয়েন্টে থাকবে পুলিশ ও র‌্যাব সদস্যরা। পুলিশের নিয়মিত ফোর্সের বাইরে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে বলেও জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। সিএমপি কমিশনার বলেন, মামলার রায়ের বিষয়টি আদালতের। কিন্তু এ রায়কে কেন্দ্র করে যদি কেউ বা কোনো গোষ্ঠী নাশকতা, অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিএনপিকে ১০ অক্টোবর নগরের কোথাও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলেও জানান সিএমপি কমিশনার। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় আমরা বিএনপিকে বুধবার সমাবেশ করতে নিষেধ করেছি।
এদিকে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বলেন, নগরের বিভিন্ন জায়গায় র‌্যাবের টহল দল থাকবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা, অরাজকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তবে রায় ঘোষণাকে কেন্দ্র করে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের প্রতিহত করার পাল্টা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। নগরের দারুল ফজল মার্কেট চত্বর, পশ্চিম মাদারবাড়ি, আন্দরকিল­া মোড়, জামালখান ও অক্সিজেন মোড়সহ ১৭ টি পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ