ডেস্ক রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় প্রত্যাখ্যান করে বিএনপি পন্থী ৫০১ জন বিশিষ্ট চিকিৎসক যৌথ বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা রায় প্রত্যাখ্যান করেন।
রায় প্রত্যাখ্যান করে ডাক্তাররা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির রাজনীতি নস্যাৎ করার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হয়েছে। জিয়া পরিবার তথা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য সরকার একের পর একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে তাদের দূরে রাখার অপচেষ্টায় লিপ্ত। তারই অংশ হিসেবে সরকার মিথ্যা, বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়াকে কারা অন্তরীন করে রেখেছে।
তারা বলেন, তারেক রহমানের অন্য একটি মামলায় বেকসুর খালাশ দেওয়ায় বিচারককে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। অতি সম্প্রতি প্রধান বিচারপতিকে সরকারের পছন্দমত রায় না দেওয়ায় তাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার প্রায় ২মাস আগে ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন মামলার রায় প্রদান করা হলে বিএনপি গভীর সংকটে পড়বে। তারই কথা এবং আজকের এই রায় প্রমাণ করে বিচার বিভাগ কতটুকু স্বাধীনভাবে কাজ করছে। সরকার নির্দেশিত এই রায়ে বিএনপি কোনো সংকটে পড়েনি বরং বিচার বিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ দেশবাসীর কাছে প্রতীয়মান।
ডাক্তারদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. আব্দুস সালাম, ডা. হারুন-অর-রশীদ প্রমুখ।