- Advertisement -
সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৩ অক্টোবর) সকালে, রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদের নিবন্ধন বাতিল হওয়া উচিত বলেও মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, ‘দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের ধরার জন্য সাঁড়াশি অভিযান চালানোর জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকেই ওসিদের নির্দেশ দেয়া হয়েছে। কেন ধরপাকড়, কেন গায়েবি মামলা, কেন এই নিষ্ঠুরতা সরকার করছে? যেহেতু জনগণের সমর্থন নাই তাই নিষ্ঠুরতার সকল যন্ত্র প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।’