- Advertisement -
তিন ম্যাচ সিরিচের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের সামনে ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছে টাইগাররা।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বেশ বিপদেই পড়ে বাংলাদেশ দল। তবে ইমরুল কায়েস ও সাঈফউদ্দিনের ব্যাটে ভর করে ২৭০ পেরুনো ইনিংস পেয়েছে বাংলাদেশ দল।
দলের হাল ধরার জন্য কাউকেই দেখা যায়নি। ওপেনার লিটন ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পর অভিষিক্ত ফজলে রাব্বীর ইনিংস ফোঁটার আগেই ঝরে যায়। তবে মুশফিককে নিয়ে বিপদ পার করেন ইমরুল। খেলেন ৪৯ রানের জুটি। এরপর আবারও দ্রুত পতন। মিথুনকে নিয়ে ৭১ রানের জুটির পর, মাহমুদুল্লাহ ও মিরাজ ফিরে যান দলকে কিছু উপহার না দিয়েই।