ডেস্ক রিপোর্ট: সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার রাত পৌনে ১০টার দিকে উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জানা গেছে, সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় রংপুরে দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে সোপর্দ করা হবে। আদালত অনুমতি দিলে তাকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ।
ড কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় ভূমিকা পালন করছেন ব্যরিস্টার মইনুল। আ স ম আব্দুর রবসহ ফ্রন্টের বিভিন্ন নেতার বাড়িতে বৈঠকে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পর আ স ম রবের সাথে সাক্ষাত করতে তার উত্তরার বাসায় যান মইনুল। কিন্তু রব তখন বাসায় ছিলেন না। মইনুল সেখানে কিছুক্ষণ রবের জন্য অপেক্ষা করেন। রব বাসায় ফেরার কিছুক্ষণ পরই ডিবি পুলিশের সদস্যরা তার বাসা ঘিরে ফেলে।
উপস্থিত পুলিশ সদস্যরা মইনুলের বিরুদ্ধে রংপুরের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকার কথা জানান। এরপরই মইনুলকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷
আ স ম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব বলেন, ‘আমরা বাসায় ছিলাম না। রাতে এসে দেখি অনেক লোক, একটু আবাকই হলাম। আজ কোনো মিটিং ছিল না। ব্যারিস্টার মইনুল হোসেন এমনিতেই এসেছিলেন। রাত পৌনে ১০টার দিকে তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে।’।
এর আগে সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলনেও ব্যারিস্টার মইনুলকে নিয়ে আলোচনা হয়। নয়াদিগন্ত