- Advertisement -
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থেই নির্বাচনকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানে না থাকলেও জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করতে এটা কঠিন কোনো বিষয় না।
বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা টেলিভিশনে টকশো ‘রাজনীতি’ অনুষ্ঠানে সেলিম এ মন্তব্য করেন। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে সরকার গায়েবি মামলা দিয়ে বিরোধীদের দমিয়ে রাখতে চাচ্ছে। এর মাধ্যমেই প্রমাণ মেলে যে সরকার সুষ্ঠু নির্বাচন চায় না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। ভোট চুরি হয়েছে। আমরা দেখেছি, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীরা নমিনেশন পর্যন্ত জমা দিতে পারেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীনদের অনেকে জনপ্রতিনিধি হয়েছেন।