spot_imgspot_img
spot_imgspot_img

স্বর্ণসহ শাহজালালে নিরাপত্তা রক্ষী আটক

spot_img

 

- Advertisement -

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ বিমানবন্দর নিরাপত্তা রক্ষা বাহিনীর এক সদস্যকে আটক করেছে বিমানবন্দর কাস্টম হাউস। এ ঘটনায় স্বর্ণবহনকারী এক যাত্রীকেও আটক করা হয়।
শনিবার রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানকালে তাদেরকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম ও নিয়মিত শিফটের কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। এসভি-৮০৪ ফ্লাইটটি রাত ৯.০০টায় ল্যান্ড করার পরে সন্দেহভাজন যাত্রী মো. ইয়াকুব মিয়াকে অনুসরণ করেন তারা। পরবর্তীতে গ্রীন চ্যানেল অতিক্রমের পর শুল্ক কর আরোপযোগ্য কোন পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অস্বীকার করেন যাত্রী।  কিন্তু এ সময় তার মোবাইলে ঘন ঘন ফোন আসতে থাকা মোবাইল নম্বর ও সংরক্ষিত ছবির সূত্র ধরে  বিমানবন্দর নিরাপত্তা রক্ষী মো. শরীফুল আলমকে অনুসরণ করা হয়। কিন্তু কাস্টমসের উপস্থিতি টের পেয়ে শরীফুল দৌড়ে স্টাফ গেট দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। তাদের দুজনকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসা হয় এবং যাত্রীর দেহতল্লাশী করে তার পরিহিত জ্যাকেটের মধ্য থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৫৮০ গ্রাম এবং আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২৯ লক্ষ টাকা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ