কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ও অস্ত্র উদ্ধার

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ৬টি দেশীয় এলজি, ২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।  আজ রোববার ভোর ৫টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, টেকনাফের সাবরাং কাটাবনিয়া এলাকায় ইয়াবা ব্যবসায়ী দু’গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে ৬টি দেশীয় এলজি, ২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, টেকনাফ উপজেলা সদরের উত্তর জালিয়াপাড়া এলাকার মোহাম্মদ হাসিমের ছেলে হাসান আলী (৩৫) ও নাজিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মো. হোসেন কামাল (২৮)।

সর্বশেষ