চট্টগ্রামে বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলির গায়েবি মসজিদ এলাকায় নিজ বাসায় মা ও মেয়ে খুন হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ডবলমুরিং থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার মেয়ে পারভিন আক্তার (১৮)।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন সেলিম মা ও মেয়ে খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছি। তাদের খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে তাদের হত্যা করেছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। হত্যাকান্ডের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

সর্বশেষ