spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাসলাইনে বিস্ফোরণ, ৫ নারী-শিশু দগ্ধ

spot_img

 

- Advertisement -

নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি বাসায় গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণে অন্তত পাঁচজন অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন শিশু ও দুইজন নারী রয়েছে।

অগ্নিদগ্ধরা হলো- সনি বেগম (২৬), রুবি আক্তার (১৬) এবং শিশু রাজিয়া (১১) তামিম (৩) ও ইয়াসিন (১)।

বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ।

তিনি বলেন, আমানবাজার বড়গাছ এলাকার একটি ভাড়া বাসায় গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণ হয়। এতে অগ্নিদগ্ধ তিনজন শিশু ও দুইজন নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ