খালেদা জিয়ার মুক্তি ছাড়া সংলাপ বৃথা: আইনজীবী সমিতি

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া সংলাপ ফলপ্রসূ হবে না বলে জানিয়েছে আইনজীবী সমিতি।

- Advertisement -

সভায় বক্তারা বলেন, আজ বহু প্রতীক্ষিত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সংলাপে প্রধান এজেন্ডা থাকতে হবে খালেদা জিয়ার মুক্তি।

তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন হবে না।

এ সরকারের সব অবৈধ কর্মকাণ্ড আদালতের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপিপন্থী আইনজীবীরা। আওয়ামীপন্থী আইনজীবীদের হাতুড়িলীগ আখ্যা দিয়ে তারা বলেন, তারা হাতুড়ি নিয়ে বুধবার আদালত বর্জন চলাকালীন আইনজীবীদের ওপর হামলা করেছেন। অবিলম্বে এদের বিচার হবে।

সমাবেশে পার্লামেন্ট ভেঙে নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, তৈমূর আলম খন্দকার, রফিকুল ইসলাম তালুকদার রাজা, অ্যাডভোকেট আবেদ রাজা, ফারুক হোসেন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ।

সর্বশেষ