সংলাপের আড়ালে নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের আড়ালে কেউ আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে।
শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ হুশিয়রি দেন কাদের।

এ সময় ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় চার নেতার হত্যাকান্ড নিয়ে কথা বলেন কাদের। বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতা ও সবশেষ একুশে আগস্ট গ্রেনেড হামলা চালায় ষড়যন্ত্রকারীরা।

সর্বশেষ