মো.মুক্তার হোসেন বাবু : দক্ষিণ চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থা আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম-দোহাজারী লাইনে যুক্ত হল আরো দুটি যাত্রীবাহী ট্রেন। এতে করে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের যাতায়াতে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে এবং দীর্ঘ ভোগান্তি লাঘব হবে এমনচি বলেছেন সংশ্লিষ্টরা। গতকাল শনিবার সকাল ১১ টায় জেলার পটিয়ার রেলস্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেন দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মঈনুদ্দীন খান বাদল ও বাংলাদেশ রেলওয়ের জিএম সৈয়দ ফারুক আহমেদ। এদিকে দীর্ঘদিন পর এ পথে ট্রেন চালু হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি। বিশেষ করে স্বপ্নের ট্রেন চালু হওয়ায় উচ্ছ¡াস দেখা গেছে স্থানীয়দের মধ্যে। তারা বলছেন, দুটি ট্রেন চালু হওয়ায় যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৫০ সালের দিকে দোহাজারী-চট্টগ্রাম লাইনে যাত্রীবাহী ছয় জোড়া রেল চলাচল শুরু হয়। নানা অজুহাত ও লোকসানের কারণে ১৯৮০ সালে একযোগে তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে যাত্রীদের দাবির প্রেক্ষিতে নব্বইয়ের দশকে এক জোড়া রেল চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ২০০০ সালের ১ অক্টোবর এ লাইনটি সংস্কার ছাড়াই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। বছরখানেক চলাচলের পর ২০০২ সালে ১৫ জানুয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তা বুঝিয়ে দেয়া হয়। ২০১৩ সাল থেকে এ লাইনে দোহাজারী পিকিং পাওয়ার প্যান্টের জন্য ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীদের উঠা-নামায় প্লাটফর্ম, আধুনিক রেলস্টেশন, ছোট বড় রেল সেতু ও লেভেলক্রসিং নির্মাণ কাজ চলমান রয়েছে।
রেলওয়ে সূত্রে আরো জানা যায়, চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে দুটি যাত্রীবাহী রেল চলাচল করতো। স¤প্রতি দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের কথা বিবেচনায় রেখে আরো দুটি রেল সার্ভিস চালু হচ্ছে এ লাইনে। বর্তমানে এ লাইনে চলাচলরত রেলটি দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী স্টেশন থেকে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার সন্ধ্যা ৬টার সময় ওই রেলটি চট্টগ্রাম থেকে দোহাজারী উদ্দেশ্যে ছেড়ে আসে। গতকাল থেকে চালু হওয়া রেলটি প্রতিদিন সকাল ১১টায় দোহাজারী থেকে যাত্রা শুরু করবে এবং বিকাল ৩টায় চট্টগ্রাম স্টেশন থেকে দোহাজারী উদ্দেশ্যে ছেড়ে আসবে। এছাড়া দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে এ লাইনে।