ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলা, ড. কামালের নিন্দা

 

- Advertisement -

রংপুর আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রোববার (৪ নভেম্বর) দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ব্যারিস্টার মইনুল হোসেনকে আজ রংপুর আদালতে গ্রেফতার অবস্থায় সরকার হাজিরা দিতে নিয়ে গেলে, সেখানে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীবাহিনী তার ওপর আক্রমণ ও শারীরিকভাবে লাঞ্চিত করে। পুলিশি হেফাজতে আদালতে তার ওপর আক্রমণ অত্যন্ত গর্হিত ও ন্যাক্কারজনক কাজ। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই। একইসাথে ব্যারিস্টার মইনুল হোসেনের অবিলম্বে মুক্তি দাবি করছি।

সর্বশেষ