৭ নভেম্বরের পর ঐক্যফ্রন্ট ঠিক করবে দেশ কিভাবে চলবে : শামসুজ্জামান দুদু

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন এখনও শুরু হয় নাই। ৭ নভেম্বর দ্বিতীয় দফা আলোচনার পর জাতীয় ঐক্যফ্রন্ট নির্ধারণ করবে দেশ কীভাবে চলবে, গণতন্ত্র কিভাবে ফিরে পাবো।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, একদিন আপনাদেরও আমাদের সাথে বসতে হতে পারে। একদিন আপনাদেরও দাবি করা লাগতে পারে। তাই আপনাদের ভূমিকার উপর নির্ভর করেছে দেশের মানুষ শান্তিতে থাকবে কিনা।

আসামির কাঠগড়ায় শেখ হাসিনাকে দাঁড় করানো হবে জানিয়ে দুদু বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ পাঁচ থেকে ছয় শতাধিক নেতাকর্মী গুম অথবা নিখোঁজ। এখন আপনি যদি মনে করেন আপনার শাসনকালের পরে আর কোনও শাসনকাল নাই, সেটা ভুল করবেন। শাসনকাল যখন পরিবর্তন হবে, তখন তো আমরা আমাদের নেতাকর্মী যারা গুম ও খুন হয়েছে, তাদের ফেরত চাইবো। ফেরত যদি না দিতে পারেন, আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে।

ব্যারিস্টার মইনুল হোসেনের ওপরে হামলার বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, যেটি জামিনযোগ্য মামলা, সেটি জামিন তো দেয়নি বরং তাকে রংপুরে নিয়ে তার (সরকারের) কর্মী বাহিনী লেলিয়ে দিয়েছে। এবং বন্দি অবস্থায় তার উপর আক্রমণ করা হয়েছে। এগুলো ভালো দৃষ্টান্ত না। এগুলো গণতান্ত্রিক শাসনের সঙ্গে যায় না। এগুলো স্বৈরশাসকের কাজ। আপনি নিজেকে গণতান্ত্রিক দাবি করে স্বৈরশাসকের কাজ করবেন, দুটি একসঙ্গে যায় না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকোমল বড়ুয়া, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সর্বশেষ