দাবি না মানলে রোডমার্চ, তফসিল না পেছালে ইসি অভিমুখে পদযাত্রা

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: আগামীকাল সংলাপে দাবি মানা না হলে ৮ই নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তফসিল না পেছানো হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকালের সংলাপে নাটক করলে চলবে না। প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনসভায় মির্জা ফখরুল বলেন, কারাগারে যাবার আগে আমাদের নেত্রী বলেছিলেন, তিনি কারাগারে যেতে ভয় পান না। গণতন্ত্রকে মুক্ত করার জন্য জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

সর্বশেষ