spot_imgspot_img
spot_imgspot_img

সরকারের উচ্চরক্তচাপ সৃষ্টি হয়েছে: জাফরুল্লাহ

spot_img

 

- Advertisement -

উন্নয়নের জোয়ারে সরকারের চোখে ছানি পড়েছে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের চোখে ছানি পড়ার কারণে তারা জনসভার আওয়াজ শুনতে পায় না। দুর্নীতির কারণে তাদের উচ্চরক্তচাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুপুর দুইটায় পবিত্র কোরান থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ওই জনসভা শুরু হয়। সভায় মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ড. কামাল হোসেন। প্রধান বক্তা আ স ম আবদুর রব। জনসভার উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনাদের ও আমাদের করণীয় ঠিক করতে হবে। ড. কামাল হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদরা বিচারকদের চিকিৎসা দেবেন যারা বিচারক হয়েও আইন পড়তে পারেন না। আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন, আপনাদের কেউ ঠেকাতে পারবে না।

সম্মলিত চেষ্টায় শান্তির বাংলাদেশ গড়ব। তিনি বলেন, বিনা বিচারে সরকার ৪৫০ জনকে হত্যা করেছে। আমর এতোদিন চুপ ছিলাম কিন্তু তরুণরাই বলেছে, রাষ্ট্রের মেরামত প্রয়োজন। সরকার সাধারণ দুই কোটি টাকার জন্য খালেদা জিয়াকে আটকে রেখেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ