- Advertisement -
ডেস্ক রিপোর্ট: শারীরিক অসুস্থতার কারণে রাজশাহীতে জাতীয় ঐক্যফন্টের জনসভায় যোগ দিবেন না ড. কামাল হোসেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে ব্যারিস্টার সারা হোসেন। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবিতে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট আজ রাজশাহীতে তাদের বিভাগীয় সমাবেশ করবে। বেলা ২টা থেকে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ শুরু হবে।
সমাবেশে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, কর্নেল অলি আহমদ, আন্দালিব রহমান পার্থসহ ঐক্যফ্রন্টের অন্যান্য কেন্দ্রীয় নেতারা যোগ দেয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে যোগ দিবেন না ড. কামাল হোসেন। বিভাগের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা আসবেন।