অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের নীল নকশার নির্বাচন ফলপ্রসূ হবে না। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলিস্তানস্থ শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন । তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না করলে বিরোধী দল কেমনে প্রচার প্রচারণা চালাবে। তারা যদি নীল নকশার নির্বাচন করতে চায়।
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ না করেই তাদের নীল নকশা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল দিয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না করলে বিরোধী দল কেমনে প্রচার প্রচারণা চালাবে। তারা যদি নীল নকশার নির্বাচন করতে চায়, তাহলে সেটা কতোটুকু ফলপ্রসূ হবে, তাও প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। খোকন বলেন, যেই অর্থে শহীদ নূর হোসেন জীবন উৎসর্গ করেছেন, সেই অর্থে কার্যত কোনো গণতন্ত্রই দেশে বিদ্যমান নেই। নূর হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে হবে।