- Advertisement -
নির্বাচন ও আন্দোলন ইস্যুতে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকটি আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচনে অংশ নেয়া না নেয়া এবং সামনের কর্মসূচী নিয়ে আলোচনা হয় । এ বৈঠকের পরই শুরু হয়েছে ২৩ দলীয় জোটের বৈঠক। ওই বৈঠকের পর জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হবে। ঐক্যফ্রন্টে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে নেতারা জানিয়েছে।