spot_imgspot_img
spot_imgspot_img

ভোট পেছানোর দাবি নিয়ে বুধবার ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

spot_img

 

- Advertisement -

ভোট পেছানোর দাবি নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে বুধবার দুপুর ১২টায় ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট।মঙ্গলবার মতিঝিলে ড. কামালের চেম্বারে জোটের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমাদের যে দাবিগুলো ছিল, আলোচনা করে এক মাস তফসিল পিছিয়ে দেওয়া, এটা অত্যন্ত জরুরি। আমরা আশা করব, নির্বাচন কমিশন আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ