মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনেও বিএনপি কার্যালয়েে উপচে পড়া ভিড়

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী দিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফরম বিক্রি।

এ সময় মনোনয়নপ্রত্যাশী অনেকে দলীয় কার্যালয়ে উপস্থিত সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তাদের সঙ্গে কুশলবিনিময় ও দোয়া কামনা করেন।

সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত ১০টি বুথে একযোগে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে পাবনা-৩ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও তরুণ নারী নেত্রী আরিফা সুলতানা রুমা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নারী নেত্রী আরিফা সুলতানা রুমা বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে ছাত্ররাজনীতি করছি। আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। দল মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, টিভি খুললেই দেখি অনেক চ্যানেলে ‘থ্যাংক ইউ পিএম’-এর অ্যাডভারটাইজমেন্ট চলছে। কিছু বিজ্ঞাপনের পর বোঝাও যায় না, বিজ্ঞাপনদাতা কে? কিছু বিজ্ঞাপনের পর বোঝা যায় যে, বিজ্ঞাপন দাতা মন্ত্রণালয়।

সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ভোটকেন্দ্র থেকে সংবাদমাধ্যমগুলোকে সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে বেড়েছে পুলিশের সংখ্যা। সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা কিছুটা ভীত সন্ত্রস্ত। গত দুদিনের মতো স্লোগানে ফেটে পড়ছেন না তারা।

কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, আচরণবিধির ব্যাপারে গতকাল ইসির তৎপরতা শুরু হওয়ায় আজ তারা বুঝেশুনে এগোবেন।

সর্বশেষ