বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার; মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে চলছে মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার গ্রহণের কার্যক্রম । সাক্ষাতকার কেন্দ্র করে মোড়ে মোড়ে বাসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। রোববার সকাল থেকে গুলশানের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে সামনের ৮৬নং রোড আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এই রোডে কোন ধরনের যানবাহন পুলিশের তল্লাশি ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মনোনয়ন প্রত্যাশী, মহানগর, জেলা,উপজেলা দলের সাধারণ সম্পাদক ও সভাপতিকে তল্লাশির মাধ্যমে ঢুকতে দেওয়া হলেও সাধারণ মানুষকে অন্য রাস্তায় চলাচল করতে বলা হয়েছে। গুলশান থানার ইন্সপেক্টর আমিলুন বলেন, কোন ধরনেত বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া এটা একটা ভিআইপি রোড যান চলাচলে যেনো কোন সমস্যার সৃষ্টি না হয় সেটাই।

যে কয়দিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার অব্যাহত থাকবে চেকপোস্ট এবং তল্লাশি একইভাবেই অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া, কার্যালরের সামনে উৎসব মুখরো পরিবেশ মধ্যে দিয়ে চলছে মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার ।

রংপুরের মনোনয়ন প্রত্যাশী বলেন, আমরা অনেক আতঙ্কিত । কখন কাকে গ্রেফতার করা হয় । এই বার ভোট যদি সুষ্ঠু এবং শান্তি পূর্ণ হয় তাহলে আমরা (বিএনপির) বিপুল পরিমাণ ভোটে জয়ী হবো।

সর্বশেষ