জাহিদুল আলম : চট্টগ্রাম মহানগর এবং উপজেলা আসনের প্রত্যেকটি জায়গা থেকে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। গতকাল সোমবার মহানগরের কোতোয়ালী, জিইসি, পতেঙ্গা, ষোলশহর, পাহাড়তলীসহ কয়েকটিস্থানে এই অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১১ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী পোস্টার, ব্যানার, দেয়ালিকা, বিলবোর্ড, গেইট, তোরণ ও আলোকসজ্জা সরানোর নির্দেশ দিয়েছিলেন রিটার্নিং অফিসরার এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তারই প্রেক্ষিতে উচ্ছেদে মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম মহানগরে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরানোর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন, ফারহানা জাহান উপমা, ফোরকান এলাহি অনুপম, তাহমিলুর রহমান মুক্ত, সাবরিনা আফরিন মুস্তফা, এস এম শান্তনু চৌধুরী, শারমিন আক্তার, মাহফুজা জেরিন, রমিজ আলম, তৌহিদুল ইসলাম, মারুফা বেগম নেলী, শান্তা রহমান, উজালা রানী চাকমা, তাহমিনা আক্তার, মো. মাসুদ রানা, আব্দুস সামাদ শিকদার এবং তানভীর ফরহাদ শামীম।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার মো. ইলিয়াস হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর এবং জেলায় ২৮টি টিম আজ (গতকাল) থেকে কাজ শুরু করেছে। তারা এখন থেকে নির্বাচনী বিষয়াদি পর্যবেক্ষণ করবেন। আজকে তারা পোস্টার, ব্যানার অপসারনের কাজ শুরু করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।