মেকআপ শেকআপ’র আয়োজনে ৩ দিনের ‘উইন্টার ফেয়ার’ পলোগ্রাউন্ড ওমেন্স ফেয়ারে

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: মেলার ভেতর মেলা ! চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে চলমান মাসব্যাপী ওমেন্স ফেয়ারে আগামী ২৯ নভেম্বর থেকে নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে শূরু হচ্ছে বিশেষ ‘উইন্টার ফেয়ার’। নারীদের ফেসবুক ভিত্তিক জনপ্রিয় ও বিখ্যাত গ্রুপ ‘মেকআপ শেকআপ’-এর উদ্যোগে এই মেলার আয়োজিত হচ্ছে। প্রায় ২৫টির অধিক নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এই বিশেষ মেলায় অংশ নিচ্ছে। ‘মেকআপ শেকআপ’ গ্রুপের কর্ণধার নারী উদ্যোক্তা জুহি চৌধূরী জানান, ‘মেকআপ শেকআপ’ সব সময় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে তৈরি করতে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে নিয়মিত বিভিন্ন মেলার আয়োজন করে থাকে। এর অংশ হিসেবে এবারের ওমেন্স ফেয়ারে ‘মেলার ভেতর বিশেষ উইন্টার ফেয়ারের আয়োজন করেছে ‘মেকআপ শেকআপ’। এই মেলায় কমপক্ষে ২৫ জন নারী উদ্যোক্তা এবং তাদের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নারী উদ্যোক্তাদের নিজেদের তৈরি পোশাক, বুটিকস, মেকআপ, জুয়েলারি, বিউটি পার্লার, ট্রাভেলসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা এই মেলায় প্রদর্শিত হবে এবং পণ্য বিক্রি হবে। মেলায় সবার জন্যই থাকবে বিশেষ অফার, বিশেষ ছাড়সহ সহজ এবং সুলভে বিভিন্ন পণ্যসামগ্রী কেনার সুযোগ। মেলায় যেসব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তাদের মধ্যে রয়েছে, গো গ্লু গার্ল বাই জুহি চৌধুরী, স্টাইল আইকন, ফ্লোরেন্স বাই মাহিয়া, আইবেরি ক্যাফে, কুইনস আই, বিউটি বাফেট, ফাইরুজ ফ্যাশন, সায়রা স্টুডিও এন্ড সেলুন, ফ্লোসাম ক্যাসেল, আলহামদুলিল্লাহ কালেকশন, নুসরাত ক্লোসেট, কে নুর কালেশকশন, হেয়ার এভিনিউ, ওয়ার্ল্ড ফেমাস ট্যুর এন্ড ট্রাভেলস, অরোরা শপ, ফেমিনা বিউটি সেলুন, মাইসুরা প্ল্যাকার্ড, মেহেদি বাই নাহিদা এবং মেহেদি বাই ফারাহ সাদিয়া, মেকআপ আর্ট বাই ইউয়ানা ইউনুছ, মিসটেরি লুকস, ড্রেস কালেকশন বাই জাওয়াহির, নিলু’স ফ্যাশন হাউজ। মেলার স্পন্সর প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে এলেনোরা বাই নাবিলা নওশিন, বিউটি বাফেট সেলুন, কংকাবতী, টুলাইট বিউটি পার্লার এবং আউরা কালেকশন। ২৯ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় সাশ্রয়ী মুল্যে নারী উদ্যোক্তাদের কাছ থেকে সব ধরনের পণ্য কেনা ও সেবা নেয়া যাবে। মেলা শেষ হবে ১ ডিসেম্বর রাত ১০টায়।

সর্বশেষ