‘২৮ তারিখের মধ্যেই অধিকাংশ মনোনয়ন চূড়ান্ত করবে ঐক্যফ্রন্ট’

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্তে আমরা কাজ করে যাচ্ছি। ২৮ তারিখ মনোনয়ন জমা দেয়ার শেষ সময়। এই সময়ের আগেই অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা করা হবে। বাকিটা চূড়ান্ত করা হবে প্রত্যাহারের সময়সীমার মধ্যে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুখপাত্র বলেন, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে লক্ষণ পাওয়া যাচ্ছে না। এই কথাগুলো আমরা বার বার বলছি এবং বলেই যাচ্ছি। নির্বাচনের প্রক্রিয়া আমরা অব্যহত রেখেছি।

সর্বশেষ