চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার : ৯৫টি টিকিট উদ্ধার

জাহিদুল আলম: চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার নাম মো. ইউসুফ (৩৬)। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৯৫টি টিকিট উদ্ধার করা হয়। গতকাল রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. ইউসুফ সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকার মো. ইলিয়াসের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইউসুফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের মোট ৯৫টি টিকিট উদ্ধার করা হয়েছে। এর আগে আরেকবার তাকে টিকিটসহ গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলাও রয়েছে।

সর্বশেষ